রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

বাঘায় ডিজেল-পেট্রোল ভর্তি ব্যারেল চুরির অভিযোগ


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৩ ০৫:১১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৪৪

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় শিমুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ডিজেল-পেট্রোল ভর্তি দুইটি ব্যারেল চুরি হয়েছে। যার মূল্যে ৬০ হাজার টাকা।

সোমবার (১৪ আগষ্ট) দিনগত রাতে উপজেলার পীরগাছা মোড় বাজারে চুরির এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শিমুল ইসলাম জানান,মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় দোকানে এসে দেখেন ডিজেল -পেট্রোল ভর্তি দুটি ব্যারল দোকানের বাহিরে রাখা ছিল। ব্যারেল দুটি নাই। দুইটি ব্যারেলের একটিতে ২২০ লিটার ডিজেল আরেকটিতে ২২০ লিটার পেট্রোল ছিল। সেখানকার ব্যবসায়ীরা পালাক্রমে পাহারা থাকতেন।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান শিমুল ইসলাম। ওই রাতে যারা পাহারা ছিলেন, তারা চুরির বিষয়ে কিছু বলতে পারেননি। সকালে চুরির বিষয়ে শুনেছেন বলে তারা জানিয়েছেন।

থানার কর্তব্যরত অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ জানান, চুরি সক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আরপি/এসআর-২৫


বিষয়: চুরি


আপনার মূল্যবান মতামত দিন:

Top