রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

১৯ নং ওয়ার্ডে ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:১২

আপডেট:
৫ মে ২০২৫ ০২:৫০

ছবি: মতবিনিময় সভা

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের ২৫ টি জামে মসজিদের ইমাম, সভাপতি, সেক্রটারি এবং ১৪ টি মাদ্রাসার মুহতামিমদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় অত্র ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা

১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দিমা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি ওয়ার্ড এলাকায় সামাজিক নিরাপত্তা ,তালাক রোধে, বাল্য বিবাহ রোধে, মাদক মুক্ত সমাজ গড়তে ঈমামদের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে জানান। এছাড়াও সরকারের সকল নির্দেশনা প্রচার ও মসজিদকে গ্রুপিং ,রাজনীতি মুক্ত রাখার জন্য অনুরোধ করা হয়।

 

 

আরপি/এসআর-১৩


বিষয়: মতবিনিময়


আপনার মূল্যবান মতামত দিন:

Top