রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৪ ২১:৫৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৪৫

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীতে গত কয়েকদিন আগেও পানি কমতে থাকলেও শেষ ২৪ ঘণ্টায় বাড়তে শুরু করেছে পদ্মা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় নদীতে পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ আগস্ট পদ্মা নদীর পানির লেভেল ছিল ১৬ দশমিক ৫৪ সেন্টিমিটার। পর দিন ১৮ আগস্ট থেকে পানি কমতে থাকে। ১৮ আগস্ট পানির লেভেল ছিল ১৬ দশমিক ৫২ সেন্টিমিটার। ১৯ আগস্ট সেই লেভেল কমে দাঁড়ায় ১৬ দশমিক ৪৫ সেন্টিমিটারে। ২০ আগস্ট ছিল ১৬ দশমিক ৩৭ সেন্টিমিটার। ২১ আগস্ট ছিল ১৬ দশমিক ২৭ সেন্টিমিটার। ২২ আগস্ট ছিল ১৬ দশমিক ১৯ সেন্টিমিটার।

তবে শুক্রবার থেকে পদ্মা নদীতে পানি বাড়তে থাকে। শুক্রবার বিকেল ৩ টায় পদ্মা নদীর পানির লেভেল বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৩ সেন্টিমিটার। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। যা বিপদসীমার ২ দশমিক ২১ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এ অঞ্চলের অন্যান্য নদীগুলোরও পানি কমছে গত কয়েকদিন ধরে। উজানে অর্থৎ পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টি না হলে পদ্মায় পানি বাড়ার সম্ভাবনা নেই। তবে আশঙ্কা রয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরেরও পদ্মায় পানি বাড়ে।

রাজশাহী অঞ্চলে পদ্মার পানির বিপদসীমা ধরা হয় ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার। ২০১৩ সালে একবার বিপদসীমা অতিক্রম করেছিল। এরপর আর পদ্মার পানি বিপদসীমায় ঠেকে নি। তবে গতকাল থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত ফারাক্কা বাঁধ খোলা হয়নি বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top