বিএমডিএ চেয়ারম্যানের মৃত্যুতে বোর্ড মেম্বার সাইফুল ইসলাম হীরকের শোক

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএমএডি'র বোর্ড মেম্বার মো. সাইফুল ইসলাম হীরক। আজ শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, ড. এম আসাদুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
বিএমডিএ পরিচালক মো. সাইফুল ইসলাম হীরক আরও বলেন, “ড. এম আসাদুজ্জামান একজন সৎ, দক্ষ ও উদ্ভাবনী চিন্তাধারার প্রশাসক ছিলেন। তার সৃষ্টিশীলতা, সততা ও কর্মনিষ্ঠা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। তার মৃত্যুতে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে অপূরণীয় ক্ষতি হলো। কেননা, এতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তাই তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের সদস্যদের প্রতি জানাই সমবেদনা।”
উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন ধরে তার শরীরে জ্বরও ছিল। বৃহস্পতিবার রাতে তিনি শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। শুক্রবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তার আগেই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
গত বছর আওয়ামী সরকারের পতনের পর ড. এম আসাদুজ্জামানকে বিএমডিএ’র চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। ১৯৯২ সালে বিএমডিএ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বিএমডিএ’র নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: