রাজশাহীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

রাজশাহীর বাঘায় বিদেশী দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলিসহ নয়ন খান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার বাঘা পৌরসভার চকাছাতারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার নয়ন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার ডিগ্রীর চর গ্রামের মামুন মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, নয়ন সোমবার একটি ভ্যান গাড়িতে যাত্রী বেশে বিশেষ কায়দায় পিস্তল, ম্যাগজিন ও গুলি নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে বাঘা-আলাইপুর পাঁকা সড়কের চকাছাতারি গ্রামের রাস্তায় চেকপোষ্ট বসানো হয়। এরপর তল্লাশি চালিয়ে নয়নকে গ্রেফতার করা হয়। তার কাছে বিদেশি দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। দুটি ম্যাগজিনে ৪ রাউন্ড করে মোট ৮ রাউন্ড তাজা গুলি ছিল।
পুলিশ আরও জানায়, নয়ন তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে আটা, রসুন ও সরিষার তেলের বোতলের সাথে রাখে। অপর একটি সাদা পলিথিনের ভেতরে ফ্রিজআপ করা মাংসের মধ্যে রক্ষিত পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো ছিল। সেখানে ছিল এসব অস্ত্র।
বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, বিক্রির উদ্দেশ্য পিস্তল, ম্যাগজিন ও গুলিগুলো নিয়ে যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে নয়ন জানিয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আরপি/এএ
আপনার মূল্যবান মতামত দিন: