রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে সম্পর্কের জেরে রাজশাহীতে যুবকের আত্মহত্যা


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২০ ০৫:৩১

আপডেট:
১১ জানুয়ারী ২০২০ ০৫:৪৫

ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্কের জেরে পারিবারিক দ্বন্দ্বে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন রাজশাহীর এক যুবক। দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইমন আহমেদ (২৮) নামের ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান।

ইমন নগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকার বাসিন্দা। তার স্বজনরা জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে তালাকপ্রাপ্ত এক তরুণীকে বিয়ে করেছিলেন ইমন। বিয়ের পর তাদের পরিবারে চরম অশান্তি নেমে আসে। শেষে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।


সম্প্রতি আবারও তারা সম্পর্কে জড়ান। তবে বিষয়টি জেনে যায় পরিবার। এ নিয়ে নতুন করে পরিবারে অশান্তি শুরু হয়। সম্পর্কের এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে পারেননি ইমন। শেষে গত ৭ জানুয়ারি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

গুরুতর দগ্ধ অবস্থায় তখনই তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। দুইদিন রামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেয়ার কথাও জানান ওসি।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top