রাজশাহী বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে

পাঁচ দিনব্যাপী এসএমই মেলায় বসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০টি স্টল


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২০ ০৮:১৬

আপডেট:
১৫ জানুয়ারী ২০২০ ০৮:১৮

ফিতা কেটে মেলার উদ্বোধন করছেন  রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অতিথিবৃন্দ।

নারী উদ্যোক্তাদের জন্য রাজশাহীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘মাইডাস এসএমই ট্রেড ফেয়ার-২০২০’। কানাডা সরকারের সহযোগিতায় মাইডাস-এর নারী উদ্যোক্তাদের জন্য বিপণন সহায়তা প্রোগামের আওতায় নগরীর গ্রীন প্লাজায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০টি স্টল বসেছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী।

মেলায় বেসরকারী সংস্থা মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স এন্ড সার্ভিসেস-মাইডাস থেকে প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পোশাক, জুতা, ব্যাগ, ঘর সাজানোর উপকরণ, কসমেটিক্স ও মুখরোচক খাবার প্রদর্শিত হয়।
মেলার প্রধান উদ্যোক্তা অঞ্জন চৌধুরী বলেন, মাইডাসের নারী উদ্যোক্তাদের আরো সামনের দিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় মাইডাসের চেয়ারম্যান আরো জানান, প্রায় ৩৫ বছর ধরে গ্রামীণ নারীদের উন্নয়নে চলা সংগঠনের কার্যক্রম আগামীতে আরো এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে রাজশাহী সিটি মেয়র যুবা ও নারীদের এগিয়ে নিতে মাইডাসের মতো প্রতিষ্ঠানকে আরো এগিয়ে আসার আহ্বান জানান।

বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০টি স্টল বসেছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top