রাজশাহীতে মোবাইল শো-রুমে আগুন!

রাজশাহী রাণীবাজার এলাকায় একটি মোবাইল ফোনের শো-রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই শো-রুম থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে স্থানীয়রা রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে সেখান থেকে ধোঁয়া নির্গমন বন্ধ না হওয়ায় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে ডাম্পিংয়ের কাজ শুরু করেছে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি তবে, ধোঁয়ার কারণে একজন অসুস্থ হয়ে পড়েছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শো-রুমের আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুন পুরোপুরিভাবে নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরপি/ এমএএইচ
বিষয়: রাজশাহী মোবাইল শো-রুম আগুন
আপনার মূল্যবান মতামত দিন: