রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

র‌্যাবের অভিযানে রাজশাহীতে ২৬ জুয়াড়ি আটক


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৪৯

প্রতীকি ছবি

রাজশাহী মহানগরীর শিরোইল বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ২৬ জন জুয়ারিকে আটক করেছে র‌্যাব-৫। গতকাল শনিবার রাতে র‌্যাবের একটি দল এ অভিযান চালায়।

এসময় উদ্ধার করা হয় ২৯টি মোবাইল ফোন, ৪৫টি সীমকার্ড, ১৮টি মেমোরি কার্ড, ১১ সেট প্লেয়িং কার্ড (তাস), নগদ ২ লাখ ১২ হাজার ৮০০ টাকা।

আটককৃতরা হলেন, মো. রফিকুল ইসলাম বাবু (৪৬), মোঃ উজ্জল (৩২), মোঃ সেলিম, রেজা বিশু (৩২), মোঃ শফিকুল ইসলাম (৪২), মোঃ কাজী ছোটন (৪২), মোঃ সেন্টু মন্ডল (২৩), আবু হেনা মোস্তফা কামাল (৪৭), মোঃ মমিনুর রহমান (৪০), মোঃ আলমগীর হোসেন (৩০), মোঃ ফরমান (৪০), মোঃ আব্দুল ওয়াদুদ (৩৮), মোঃ সুমন শেখ (২৬), মোঃ শাহিন হোসেন (৩৬), মোঃ তছলিম উদ্দিন (৪৩), মোঃ আবুল কালাম আজাদ (৩৫), মোঃ আজিজুর রহমান (৩৩), মোঃ নুর ইসলাম (২৮), মোঃ খোকন (৪৩), মোঃ কাউসার আলী (৪৫), মোঃ মুক্তার হোসেন মুক্তা (৩২), মোঃ শাহাদৎ হোসেন সাধু (২২), মোঃ জাহাঙ্গীর (৩৫), মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), মোঃ আরাফাত আলী (২৮), শ্রী সুকুমার (২৮), শ্রী দিপক কুমার সরকার (৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া আইনে মামলা হয়েছে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top