রাজশাহী বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে

বিদ্যুতের তার ছিড়ে ভয়াবহ আগুন


প্রকাশিত:
৭ মার্চ ২০২০ ২২:৫৪

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ০৪:২৮

রাজশাহী গোদাগাড়ী দমকল অফিসের সামনে বিদ্যুৎতের নতুন লাইনের মেইন তার ছিড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ হতাহতের শিকার না হলেও দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি পেট্রোল পাম্প।

স্থানীয়রা সূত্রে জানা গেছে , শুক্রবার রাত ১০ টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিলো। এই সময় গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও পেট্রোল পাম্পের সামনে নতুন লাইনের সংযোগ বিকট শব্দ। পরে সেই তারে আগুন লেগে যায়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। এক পর্যায়ে আগুনের লেলিহান দ্রুত ছড়িয়ে পড়লে পাশেই দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। 

গোদাগাড়ী বিদ্যুৎ এর বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নতুন লাইনের পিন সংযোগ ছিড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে সব কিছু দেখে ঠিক করবে।

 

 আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top