রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

দরিদ্র প্রতিবন্ধী হয়েও প্রতিবন্ধীদের পাশে নাসির


প্রকাশিত:
২৮ মার্চ ২০২০ ০৫:৩৩

আপডেট:
২৮ মার্চ ২০২০ ০৬:১৫

স্ব-উদ্যোগে সাবান-মাস্ক বিতরণ করছেন প্রতিবন্ধী নাসির

 

রাজশাহীর পবা উপজেলার রাজপাড়া থানাধীন শিলিন্দা বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা নাসির উদ্দীন একজন দৃষ্টিপ্রতিবন্ধী। নিজেরই স্থায়ী কর্মসংস্থান নেই। দিনমজুর হিসেবে বিভিন্ন পেশার আশ্রয়ে স্ত্রী, কন্যা ও প্রতিবন্ধী বোনের সংসার চালিয়ে আসছেন।

কিন্তু মানুষের প্রতি তার ভালোবাসার কমতি নেই। তাইতো দেশজুড়ে যখন করোনা আতঙ্ক, তখন নাসির পাশে দাঁড়িয়েছেন গ্রামের প্রতিবন্ধী, এতিম ও দরিদ্র মানুষের পাশে। শুক্রবার এসকল মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিলিয়েছেন সাবান ও মাস্ক।

এছাড়াও করোনা বিষয়ে সচেতন করেছেন প্রত্যেককে। করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা সম্বলিত হ্যান্ডবিল নিজ উদ্যোগে ফটোকপি করে গ্রামের মানুষের মাঝে বিতরণ করেছেন। হাত ধোয়া, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে জনসাধারণকে সচেতন করেন নাসির।

নাসির উদ্দীনের এমন উদ্যোগে আনন্দ প্রকাশ করেছেন গ্রামের মানুষরা। গ্রামবাসিরা বলেন, নাসির একজন দরিদ্র প্রতিবন্ধী হয়েও স্ব-উদ্যোগে অতুলনীয় ভালো কাজ করেছে। সবাই যদি তার মত ভালো কাজ করে তাহলে সমাজকে ইতিবাচকভাবে বদলানো সম্ভব।

নাসির বলেন, বাংলাদেশে এই করোনা ভাইরাসে সংক্রমেণর সব চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন প্রতিবন্ধীরা। কারন প্রতিবন্ধীরা অবহেলিত ও পরনির্ভর। এরা সমাজেও অবহেলিত। বিশেষ করে গ্রামের প্রতিবন্ধী ব্যক্তিরা। এসকল অসহায় মানুষদেরকে সচেতন করতে এবং তাদের পরিচ্ছন্ন থাকার বিষয়ে নিজের সাধ্যমত কিছুটা সাহায্য করতেই সাবান, মাস্ক ও হ্যান্ডবিল বিতরণ করেছি। এছাড়াও তিনি প্রতিবন্ধীদের সুরক্ষা নিশ্চিতের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

নাসির পবা উপজেলার প্রত্যয় প্রতিবন্ধী অধিকার সংস্থার সহ-সভাপতি ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আধাঁর থেকে আলো প্রতিবন্ধী অধিকার সংগঠনের সভাপতি হিসেবে প্রতিবন্ধীদের জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন।

প্রসঙ্গত, চাইনিজ মার্শাল আর্ট উশু, ইন্দোনেশিয়ান পেনতাক সিলাত, ইন্ডিয়ান সিলাম বাম, পৃথিবীর প্রথম মার্শাল আর্ট জাপানি জুজুৎসু ও জাপানি কারাতে মার্শাল আর্ট-এই পাঁচ রকম মার্শাল আর্টে দক্ষ নাসির উদ্দীন। তার রয়েছে চারটি জাতীয় ও একটি জেলা পর্যায়ের পদক। এর আগে তার দূরাবস্থা তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করা হয়। পরবর্তীতে তিনি মার্শাল আর্টের জাতীয় খেলোয়াড় হিসেবে সুযোগ পান।

 

আরপি/ এএন

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top