রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

বাগমারায় পুলিশ পেটানোর দায়ে আ’লীগ নেতা গ্রেফতার


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২০ ০০:১৬

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৭:৩৮

প্রতীকী

রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউনিয়নের তিন গ্রাম পুলিশকে লাঠিপেটার দায়ে আওয়ামী লীগের নেতা আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তিনি উপজেলার বড়বিহানালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘাবাড়ি গ্রামের বাসিন্দা।

করোনাভাইরাস সংক্রমণ রোধে দায়িত্ব পালন করতে গিয়ে গত শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতার লাঠিপেটার শিকার হন তিন গ্রাম পুলিশ। প্রশাসনের নির্দেশে ওইদিন রাতে বাঘাবাড়ি বাজারের একটি চায়ের দোকান বন্ধ করতে বললে আওয়ামী লীগের নেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা ক্ষুব্ধ হয়ে তিন গ্রামপুলিশ সাজিল হোসেন, আবুল কালাম ও আবদুল মজিদকে লাঠি পেটা করেন। এতে তাঁরা আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। এরপর পুলিশ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে তৎপর হন। এছাড়াও রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব ঘটনাস্থলে ছুটে এসে আহত গ্রাম পুলিশের খোঁজ খবর নেন। আজ রোববার বিকেলে পুলিশ কৌশলে আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তিনি ওই বাজারে অবস্থান করছিলেন।

বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, গ্রাম পুলিশ সাজিল হোসেন বাদী হয়ে আ’লীগ নেতা আফজাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় থানা পুলিশ আফজাল হোসেনকে গ্রেপ্তার করেন। আগামী কাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে ওসি আতাউর রহমান জানান।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top