রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

চারঘাটে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে কিশোরী


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২০ ২১:৪১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৬:৫২

 

রাজশাহীর চারঘাট উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরীকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টায় তাকে ভর্তি করা হয়। ওই কিশোরীর বয়স ১৩ বছর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশিকুর রহমান বলেন, ওই কিশোরী জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রোববার হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। করোনার উপসর্গের সঙ্গে তাঁর রোগের লক্ষণগুলো মিলে যাওয়ায় তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ওই কিশোরী চারঘাট উপজেলার স্থায়ী বাসিন্দা। সম্প্রতি বিদেশ বা ঢাকা থেকে তার পরিবারের কারও আসার কোনো খবর নেই। তবে আরো খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে, চারঘাটের কালুহাটি কালিতলা গ্রামে করোনা সন্দেহে একই পরিবারের ২৭ জন সদস্য কোয়ারেন্টিনে রয়েছে। তাদের মধ্যে ঢাকা ফেরত তিনজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top