রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

বাড়িতেই পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী জেলা পুলিশের আহবান


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২০ ১৯:০৩

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২০:১৬

প্রাণঘাতি করোনাভাইরাস বিশ্বব্যাপী ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে। করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে বাঙ্গালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ অর্থাৎ ‘বাংলা নববর্ষ বরণ’ বাইরে কোন ধরনের গণজমায়েত না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করে উদযাপনের নির্দেশনা প্রদান করেছেন সরকার।

তাই রাজশাহী জেলার সম্মানিত সকল নাগরিককে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক নিজ নিজ বাড়িতে অবস্থান করে ‘বাংলা নববর্ষ বরণ’ উদযাপন করার জন্য বিশেষ আহবান জানানো হচ্ছে।


পাশাপাশি সচেতনার সাথে হোম কোয়ারেন্টাইন ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য সকলকে বলা হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাবার জন্য এবং যে কোন ধরনের গুজব থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে। রাজশাহী জেলা পুলিশ যে কোন প্রয়োজনে সার্বক্ষণিক আপনাদের পাশে আছে।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top