রাজশাহী শুক্রবার, ১লা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২

নাটোরে বাবা-মার উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২০ ১৪:১৭

আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৮:৪৩

 

বিয়ের জন্য চাপ দেয়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে মোছা. নাইস খাতুন (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার দুপুরে ওই শিক্ষার্থী নিজ ঘরে বিষ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নাইস খাতুন সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে। সে স্থানীয় দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।


সিংড়া থানার এসআই ইলিয়াস কবির জানান, গত কয়েকদিন ধরে শিক্ষার্থী নাইস খাতুনকে বিয়ের জন্য চাপাচাপি করে আসছিল তার বাবা-মা। রোববার দুপুরে এই ঘটনায় অভিমান করে ওই কিশোরী বিষ খেয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top