রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

রাজশাহী ল্যাবে আজ আরও একজনের করোনা শনাক্ত


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২০ ০৩:১৩

আপডেট:
৫ মে ২০২৫ ০০:৫১

প্রতীকি ছবি

রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে আজকে আরও একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির (৪০) বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়।এ নিয়ে ৫৩ জন আক্রান্ত হলো রাজশাহী বিভাগে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। বগুড়ার ল্যাবেও পরীক্ষা হচ্ছে করোনাভাইরাসের নমুনা। সেখানকার রিপোর্ট প্রকাশ হলে সংখ্যাটি বাড়ার শঙ্কা রয়েছে।


জানা গেছে, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে করোনাভাইরাসের ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৭৫টি নেগেটিভ ও একটি পজিটিভ পাওয়া গেছে। বাকি ১৮টির কোনো ফলাফল পাওয়া যায়নি। নমুনার গুনাগুন নষ্ট হওয়ায় এগুলোর ফলাফল পাওয়া যায়নি। এগুলো নমুনা পুনরায় সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানা যায়।

একই সাথে ঢাকার ল্যাবেও রাজশাহী বিভাগের কিছু পজিটিভ রোগীর পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে।এদিকে রাজশাহী জেলায় করোনা ভাইরাসে এখন পর্যন্ত বাঘার একজন রোগী মারা গেছেন। যা বিভাগের মধ্যে প্রথম বলে জানায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর। তবে আজ রাজশাহীর কারও করোনা পজেটিভ শনাক্ত হয়নি। ফলে রাজশাহী জেলায় আক্রান্তের সংখা ৯ জনেই থাকলো।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top