রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীর সীমান্ত

পদ্মার চর মাজারদিয়াড় থেকে মদ উদ্ধার


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:০৯

ছবি : উদ্ধারকৃত মদ

রাজশাহীর সীমান্ত পদ্মার চর থেকে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে চর মাজারদিয়া হাজীর বাতান নামক এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করেন তারা। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক/সনাক্ত করতে পারেনি বিজিবি।রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)  এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, পিএসসি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে রাজশাহীর অধীনস্থ মাজারদিয়া বিওপি’র সুবেদার মোঃ রফিকুল ইসলাম ও ০৩ জনের একটি নিয়মিত টহল দল রাজশাহী জেলার কাশিয়াডাংগা থানাধীন চরমাজারদিয়া হাজীর বাতান নামক এলাকায় টহল পরিচালনা করে।

এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৮,৫৩০/-(আঠাশ হাজার পাঁচশত ত্রিশ) টাকা। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে।

আর পি / বি



আপনার মূল্যবান মতামত দিন:

Top