রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

দোকান খোলা রাখার ছবি তুলতে গিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করেছেন ব্যবসায়ী


প্রকাশিত:
৭ মে ২০২০ ১৯:১৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৫২

রাজশাহী নগরীর সাহেব বাজারে কাপড়ের দোকান খোলা রাখার ছবি তুলতে গেলে পাঁচ সাংবাদিককে লাঞ্ছিত করেছেন ব্যবসায়ী। এর প্রতিবাদে ফটোসাংবাদিকরা নগরীর আরডি মার্কেটের সামনে রাস্তা অবরোধ করে প্রতিবাদ শুরু করেন। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সাংবাদিকরা জানান, প্রথম আলোর ফটোসাংবাদিক শহিদুল ইসলাম দুখু, যুগান্তরের আজম খান ও দৈনিক রাজশাহী সংবাদের মুকুল হোসেন, শোনার দেশের ফটোসাংবাদিক শাহিন আলম ও বাংলার জনপদের সাংবাদিক মোস্তাফিজ রকিকে লাঞ্চিত করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। লাঞ্চিতের শিকার সাংবাদিকরা জানান, লকডাউনের মধ্যেও রাজশাহীর সাহেব বাজারের কাপড়ের দোকানসহ বিভিন্ন দোকানপাট খুলে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। এরকম ছবি তুলতে যান সাংবাদিকরা। এসময় হামলা চালায় রোজ কসমেটিক্সের রবেল হোসেন ও এ রহমান এন্ড সন্সের মিঠু সরকার।

খবর পেয়ে পুলিশ গিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top