রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে স্বাস্থ্য বিধি মেনে জুম্মার নামাজ আদায়


প্রকাশিত:
৯ মে ২০২০ ০০:১৮

আপডেট:
৯ মে ২০২০ ০০:১৯

সংগৃহীত

রাজশাহী মহানগরীতে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনেই জুম্মার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার নগরের বিভিন্ন মসজিদে প্রায় এক মাস পর ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করেন। তবে মসজিদে প্রবেশের আগেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে মুসল্লিদের হাত ভালোভাবে পরিষ্কার করে নেন তারা।

সেই সাথে বাড়ি থেকে সুন্নত নামাজ আদায় করে জায়নামাজ নিয়ে মসজিদে আসেন মুসল্লিরা।প্রত্যেকেইর মুখে মাস্ক পড়ার পাশাপাশি সামজিক দূরুত্ব নিশ্চিত করেই রাজশাহীর কেন্দ্রীয় দরগা জামে মসজিদ ও বড় মসজিদসহ নগরের শতাধিক মসজিদে জুম্মার নামাজ আদায় করা হয়।

মসজিদে ঈমামরা সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন।
জুম্মার নামাজ শেষে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও বৈশ্বিক মহামারীর হাত থেকে সবাইকে হেফাজতের জন্য রাজশাহীর মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রাজশাহী নগরের আসাম কলোনী ইঞ্জিনিয়ারি পাড়া এলাকার বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন নোমান ইসলাম বলেন, আজানের আগেই মাইকে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মাইকিং করা হয়েছিল। মুসল্লিরা সেভাবেই এসেছেন। এক মাস পর স্বাস্থবিধি মেনেই সবাই জুম্মার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে করেনা থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত হয়েছে।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top