রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

রাসিক মেয়রের ইফতারি বিতরণ অব্যাহত


প্রকাশিত:
১৯ মে ২০২০ ০৪:৪৯

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ২৩:১৩

 ইফতার সামগ্রী বিতরণ করছেন রাসিক মেয়র

মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পরিবারের পক্ষ থেকে রিক্সা ও অটোরিক্সা চালক, ছিন্নমূল, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

সোমবার ১৮ মে বিকেলে মহানগরীর নওদাপাড়া ও আমচত্বর এলাকায় সহস্রাধিক ব্যক্তি মাঝে ইফতার বিতরণ করেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আগামী রোজার দিনগুলোতে এইভাবে ইফতার বিতরণ করা হবে। প্রতিদিন মেয়রের বাড়িতেই ইফতার তেরি করা হয়।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক শাহ্মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু, যুগ্ম সাধারণ সম্পাদক আসকান আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা, ১৭ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, ১৭ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যামান্য ব্যক্তিবর্গ।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top