রাজশাহী রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২

২৪ তম বিসিএস ফোরামের ঈদ সামগ্রী বিতরণ


প্রকাশিত:
২৩ মে ২০২০ ০৩:৩৫

আপডেট:
১০ আগস্ট ২০২৫ ২১:৩৯

ঈদ সামগ্রী বিতরণ

দেশে চলমান করোনা পরিস্থিতিতে অসহায় ঘরমুখো কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে রাজশাহী অঞ্চলের ২৪ তম বিসিএস ফোরাম।

শুক্রবার সকালে "করোনা দুর্যোগে অসহায়দের পাশে আমরা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ লাইন মাঠে দেড় শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

রাজশাহী জেলা পুলিশ সুপার শহিদুল্লাহর নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের মাঝে সামগ্রী বিতরণ করে ২৪ তম বিসিএস ফোরাম।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব, রাজশাহী কলেজ গণিত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াকুব আলী নিশান, রাজশাহী সিটি কলেজ অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক একেএম ফজলে রাব্বীসহ ২৪ তম বিসিএস রাজশাহী অঞ্চলের বিভিন্ন ক্যাডার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঈদ সামগ্রী বিতরণ শেষে ফোরামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশসহ বিশ্বের কল্যার্থে দোয়া কামনা করেন ফোরামের নেতারা।





আপনার মূল্যবান মতামত দিন:

Top