রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

মোহনপুরে ইয়াবাসহ মাদক ৩ ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত:
৪ জুন ২০২০ ২০:৫৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:০৩

আটককৃত ৩ জন

রাজশাহীর মোহনপুরে ৬৩পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃরা হলেন, কেশরহাট পৌর এলাকার ইব্রাহীম আলীর ছেলে নিয়মিত মাদক ব্যবসায়ী সোহেল রানা (৩৪), মালিদহ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমানের ছেলে মিজানুর রহমান(৩১), কেশরহাট পশ্চিমপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহমান(২৫)।

আজ বৃহস্পতিবার ৪ জুন গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার কেশরহাট পৌরসভা এলাকার কেশরহাট বাজারে গোলাম মোস্তফার চায়ের দোকানের সামনে থেকে মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিম সঙ্গীয় অফিসার ফোর্স ৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে। এ সময় মাদক বিক্রয় কাজে ব্যবহৃত টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি লাল রংয়ের মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।

এলাকাবাসিদের মাধ্যমে জানা গেছে , ৩ জন আসামীর মধ্য সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে আসছিল। সে মাদকেরর পাইকারী ব্যবসায়ী। সে বিভিন্ন জনকে দিয়ে কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে।

মোহনপুর থানার কর্মকর্তা ওসি মোস্তাক আহম্মেদ জানান, ৬৩ পিস ইয়াবাসহ হাতেনাতে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার পর মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। সে নিয়মিত মাদক ব্যবসায়ী।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top