রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

বাঘায় এসএসসি পাশ করলো বাক ও শ্রবণ প্রতিবন্ধী জুঁই


প্রকাশিত:
৪ জুন ২০২০ ২১:৫৬

আপডেট:
১৩ মে ২০২৫ ১২:২৬

বাক ও শ্রবণ প্রতিবন্ধী জুঁই


জুঁই আকতার। জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। কিন্তু বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও জীবন সংগ্রামে থেমে নেই তার পথ চলা। সে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,রাজশাহীর অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ ২.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছে। উপজেলার ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় ও কৃষি ও কারিগরি কলেজ এস এসসি পরীক্ষা কেন্দ্রের ৫ নম্বর কক্ষে পরীক্ষায় অংশগ্রহণকরেছিল।

জুঁই রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিস্তিপুর গ্রামের জালাল উদ্দিনের একমাত্র মেয়ে। তার বাবাও একজন বাক ও অল্প বুদ্ধি সম্পূর্ণ প্রতিবন্ধী। সে তেমন কোন কাজ কর্ম করতে পারেনা।তাই জালাল পিতা মুক্তিযোদ্ধা হায়দার সঙ্গে বসবাস করে।মুক্তিযোদ্ধা ভাতার টাকায় উপর নির্ভর করে তাদের পাঁচ সদস্যের সংসার চলে।জুঁইয়ের মা চম্পা খাতুন স্বপ্ন দেখেন,মেয়ে যেন সমাজের বোঝা না হয়ে তার শিক্ষা দিয়ে নিজের ও দেশে কল্যানে কাজ করতে পারে। তার মায়ের প্রচেষ্টায় জুঁই প্রতিবন্ধী হয়েও সব কাজ করতে পারে।

রুস্তম আলী বারোখাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, জুঁই বাক ও শ্রবণ প্রতিবন্ধী হলেও লেখাপড়ার প্রতি তার বেশ আগ্রহ রয়েছে।সে ৬ষ্ট শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এ প্রতিষ্ঠানে লেখাপড়া করে আসছে।

ছাত্র-ছাত্রীদের অনেক চেয়ে তার হাতের লেখাও ভালো। তার পরিবারের আর্থিক অবস্থাও ভাল না হওয়ায় কষ্ট করে লেখাপড়া করছে। জইুঁয়ের লেখাপড়ার এ আগ্রহকে আরো বেগবান করতে হৃদয়বান কোন ব্যক্তি একটি হেয়ার এইড ম্যাশিন দিয়ে সহযোগিতায় এগিয়ে আসে। তবে তার মায়ের দেখা স্বপ্ন বাস্তবায়নে,লেখাপড়া শেষ করে,নিজের ও দেশের কল্যানে কাজ করার পথ সুগম হতো।

উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা তার ফলাফলে খবর শুনে তাকে অভিনন্দন জানিয়েছেন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top