রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

বাঘায় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম


প্রকাশিত:
৯ জুন ২০২০ ০৩:৩৪

আপডেট:
১৩ মে ২০২৫ ১৬:৫২

আহত সোহেল

রাজশাহীর বাঘায় পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেল ব্যবসায়ী এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। রোববার(৭জুন) উপজেলার মীরগঞ্জ বাজারে রাত ৯টার দিকে দুর্বৃত্তের এক দল এ ঘটনা ঘটিয়েছে। সোহেল রানা উপজেলার হেলালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

এই ঘটনায় সোমবার (৮জুন)সোহেল রানার পিতা রুস্তম আলী বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা যায়, উপজেলার হেলালপুর গ্রামের পুরাতন মোটরসাইকেল ব্যবসায়ী সোহেল রানা রোববার রাত ৯টার দিকে মীরগঞ্জ বাজারে একটি মাছের আড়তে বসে ছিল।

এ সময় চারঘাট উপজেলার রাওথা গ্রামের মিন্টু হোসেন, নাসির উদ্দিন, রনি আহম্মেদ ও মুকুল হোসেনসহ ৬/৭ জনের একটি দল লোহার হাতুড়ি, রড়, ধারালো হাসুয়া নিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা করে। এ হামলায় তার একটি পা ভেঙ্গে গেছে।

এছাড়া হাসুয়ার আঘাতে তার পর্যাপ্ত রক্তক্ষণ হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। তার কাছে থাকা ৭ হাজার ৯০০ টাকা হামলাকারীরা কেড়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বাদি রুস্তম আলী বলেন, হামলাকারীরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

 

আরপি /এমবি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top