রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

বাগমারায় ইউপি সদস্যকে হত্যা চেষ্টার অভিযোগ


প্রকাশিত:
১২ জুন ২০২০ ০৭:০৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৯:৪৯

ইউপি সদস্য রফিকুল ইসলাম

রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতার জের ধরে এক ইউপি সদস্যকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে দশটার দিকে উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার ইউপি সদস্যের নাম রফিকুল ইসলাম। 

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, নরদাশ ইউপির ৪নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম নরদাশ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। নরদাশগ্রামস্থ মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল বাকির (২৮) বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছা মাত্রই পূর্বে ওত পেতে থাকা আব্দুল বাকি (২৮) এবং একই গ্রামের ফসির উদ্দীনের ছেলে মোবারক (৪৫), আব্দুল করিমের ছেলে এনামুল হক (৩৫) ও জহুরুল ইসলাম (২৮) লোহার রড দিয়ে ইউপি সদস্য রফিকুলকে হত্যার উদ্দেশ্যে বাড়ি মারে। আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মোটর সাইকেলের পেছনের ক্যারিয়ারে লেগে মুচড়ে যায়।

মোটরসাইকেলে লোহার রড়ের আঘাতের শব্দ অদূরে দাঁড়িয়ে থাকা অধ্যক্ষ শফি কামাল বাবু, রেজাউল করিমসহ আরও অনেকে শুনেছেন বলে সূত্র জানায়।

এ ঘটনায় ইউপি সদস্য রফিকুল ইসলাম তাদের চার জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান । 

আরপি/ এএন-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top