রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

রাজশাহী বিভাগে একদিনে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১


প্রকাশিত:
১৩ জুন ২০২০ ২০:০৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:০৪

 

রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মোট প্রাণহানীর সংখ্যা দাড়ালো ৩০ জন। একই সঙ্গে একদিনের ব্যবধানে আরও ১১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত শনাক্তকৃত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ছিলো ২ হাজার ৯৯জন। কিন্তু সেটি শনিবার সকালে গিয়ে ঠেকে ২ হাজার ২১০ জনে। আজ শনিবার (১২ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২হাজার ২১০ জন। এর মধ্যে মারা গেছেন ৩০ জন। এছাড়া মোট সুস্থ্য ৪৭৫ জন রোগী। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৬৫ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫৩ জন রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। পাবনার ল্যবটি চালুর পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বচ্চো আক্রন্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১১৬৪ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২১৪ জন। ১৮৮ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে পাবনায়।

এছাড়া রাজশাহী জেলায় ১২৪ ও চাঁপাইনবাবগঞ্জে ৮১ জন, নাটোরে ৭৯ জন, সিরাজগঞ্জ ১৭৫ ও নওগাঁয় ১৮৫ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আরপি/এমও-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top