রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

আরডিএ’র সাথে মেয়র লিটনের মতবিনিময়


প্রকাশিত:
১৬ জুন ২০২০ ০২:৩৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৩০

ছবি: আরডিএ’র সাথে মেয়র লিটনের মতবিনিময়

মহানগরীর উন্নয়ন বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুরে নগর ভবনের মেয়রের দপ্তর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা মেয়র বলেন, রাজশাহীর সবচেড়ে বড় উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আরডিএ। আরডিএ রাজশাহীর উন্নয়নের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। রাজশাহীর উন্নয়নে আরডিএ আরো কার্যকর ভুমিকা রাখবে বলে আশা করি।

সভায় মহানগরীর বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়ন নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, আরডিএ চেয়ারম্যান মো: আনওয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মো: রফিক, নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারিক। রাসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ ও নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার প্রমুখ।

 

আরপি/আআ-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top