রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

রাজশাহী বিভাগে একদিনে করোনায় মৃত্যু ৫, শনাক্ত ১২০


প্রকাশিত:
২০ জুন ২০২০ ১৯:০৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৮:৫৮

ফাইল ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৫জন করোনা রোগী মারা গছেন। আর এই সময়ের মধ্যে নতুন করে ১২০ জনের করোনা ধরা পড়েছে। বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪২০জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৮জন। আর মারা গেছেন ৪৫জন। আজ শনিবার (২০ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩হাজার ৪২০জন। এর মধ্যে মারা গেছেন ৪৫ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৫ জনসহ সুস্থ হয়েছেন মোট ৬৯৪ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৬৬ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৬৬ জন রোগী শনাক্ত হয়েছে।

মৃতদের মধ্যে বগুড়া জেলায় সর্বোচ্চ ২৯জন, পাবানয় ৫, নওগাঁয় ৪, রাজশাহীতে ৩, সিরাজগঞ্জে ৩ ও নাটোরে ১জন মারা গেছেন।

রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৮৫ জন। পরের অবস্থানে রয়েছে পাবনা জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২৬৮জন। ২৫২ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে জয়পুরহাট।

এছাড়া রাজশাহী জেলায় ২১২ ও চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন, নাটোরে ১১৭ জন, নওগাঁয় ২৩৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

 

আরপি/ এমএএইচ-১০

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top