রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

বাঘায় শিয়ালের আক্রমনে শিশু আহত


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৪

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৯

শিশু মায়া খাতুন

রাজশাহীর বাঘায় শিয়ালে আক্রমনে ৪ বছরের শিশু মায়া খাতুন আহত হয়েছে। গেল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের শাওন আলীর মেয়ে মায়া খাতুন তার ১০ বছরের ভাই মহিন এর সাথে আখ ক্ষেতের আইল দিয়ে মাঠে যাচ্ছিল। এ সময় শিয়াল মায়াকে আক্রমন করে। তাদের চিৎকারে অন্যারা এগিয়ে আসলে শিয়াল পালিয়ে যায়। পরে শিশু মায়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন আড়ানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পাঁচপাড়া গ্রামের সোহেল রানা।

আরপি/এআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top