রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ স্ত্রীসহ করোনা আক্রান্ত


প্রকাশিত:
৫ জুলাই ২০২০ ২০:০৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৪১

প্রতিকী ছবি

রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহীদুল ইসলাম রবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঐ পরিসংখ্যানবিদের নাম মাইমুল হোসেন লিপন। তিনি করোনা পরিস্থিতির শুরু থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা প্রতিরোধী বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি।

মাইমুল হোসেন লিপনের স্ত্রী আজিম আসরিন সোনিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিনোদপুর শাখায় কর্মরত আছে। গত ০২ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রদান করেন তারা। গতকাল ০৩ জুলাই নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।

পরিসংখ্যানবিদ মাইমুল হোসেন লিপন বলেন, ‘আমি ও আমার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছি। আমি শারিরিক ভাবে এখনো সুস্থ রয়েছি। আমার স্ত্রীর জ্বর ও সর্দি কাশি রয়েছে। সবাই আমার পরিবারের জন্য দোআ করবেন’। উল্লেখ্য, আগে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খাদিজাতুল কোবরা গত ৩০ জুন করোনা আক্রান্ত হয়েছেন। 

আরপি/ এএন-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top