রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

ডেঙ্গু সচেতনতায় রাজশাহী কলেজ ছাত্রলীগের লিফলেট বিতরণ


প্রকাশিত:
৬ আগস্ট ২০১৯ ০৮:৪৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৪১

লিফলেট বিতরণকালে একপর্যায়ে

ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেছে রাজশাহী কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীরা। সোমবার দুপুরে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়ামের নেতৃত্বে এটি শুরু হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের হাতে লিফলেট তুলে দেওয়ার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু করেন তারা। লিফলেট বিতরণকালে ছাত্রলীগ সভাপতি সিয়াম বলেন, আমরা ছাত্রলীগ পরিবার মুজিব সৈনিক। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাজশাহী কলেজ ছাত্রলীগ তৎপর।

ক্যাম্পাসের পাশাপাশি ক্লাস-সেমিনারে গিয়ে শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ে অবগত করা হচ্ছে বলে জানান তিনি।

এখন ডেঙ্গু একটি আতঙ্কের নাম। এ ব্যাপারে সবাইকে সচেতন করতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগ নেতা-কর্মী। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন শাখা ছাত্রলীগ সম্পাদক নাইমুল হাসান নাঈম। ‘শেখ হাসিনার নির্দেশ, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন পরিবেশ' এই স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি হাতে নেয় তারা।

 

স/এসআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top