রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

দুর্গাপুরে বজ্রপাতে প্রতিবন্ধী নারীর মৃত্যু


প্রকাশিত:
১৩ জুলাই ২০২০ ০০:৪২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:২৫

প্রতীকী ছবি

দুর্গাপুরে বজ্রপাতে নাদিরা বেগম (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। রোববার (১২জুলাই) নাদিরা বাড়ির পাশে মাঠে ছাগল চরণ করতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর মোল্লাপাড়া গ্রামের আমির হোসেনের মেয়ে। স্বামীর সংসার বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতেই থাকতেন।

স্থানীয় ইউপি সদস্য মানিক গাজী জানান, রোববার বাড়ির অদুরে মাঠে ছাগল চরাতে গিয়েছিল নাদিরা। দুপুর দুইটার দিকে আকাশে মেঘ দেখে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নাদিরা বেগমের শরীর ঝলসে যায়। ফলে ঘটনাস্থলেই নাদিরা বেগমের মৃত্যু হয়। পরে গ্রামের লোকজন নিহত নাদিরা বেগমের মরদেহ মাঠ থেকে উদ্ধার করে বাড়িতে নেয়।

ইউপি সদস্য আরো জানান, নিহত নাদিরা বেগমের পরিবারকে সহায়তা দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান।

 

আরপি/আআ-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top