রাজশাহী বুধবার, ১৪ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২

করোনা উপসর্গে রাজশাহী বিসিএসআইআর’র কর্মকর্তার মৃত্যু


প্রকাশিত:
১৩ জুলাই ২০২০ ০৫:১১

আপডেট:
১৩ জুলাই ২০২০ ০৫:৫৪

ছবি: সংগৃহীত

করোনার উপসর্গ নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজশাহীর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম আসাদুল ইসলাম (৫৫)।

রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন তিনি। তার বাবার নাম মৃত আকরাম হোসেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

আসাদুল ইসলামের নিকটাত্বীয় নাজমুল হক বলেন, কয়েকদিন ধরে আসাদুল ইসলামের জ্বর-সর্দি-কাশি ছিল। তাই তিনি বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার থেকে শুরু হয় ডায়রিয়া। সেদিন তিনি বাথরুমে পড়ে যান। এরপর তাকে দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আসাদুল ইসলামের করোনার উপসর্গ ছিল। তাই আগেই তার নমুনা নেয়া হয়েছে। কিন্তু পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই তিনি মারা গেলেন।

তার মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের স্বেচ্ছাসেবকরা মরদেহ দাফন করবে। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই বলা যাবে।

 

 

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top