রাজশাহী সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

প্লেব্যাক সম্রাটকে পছন্দের যায়গায় সমাহিত করতে চলছে প্রস্তুতি


প্রকাশিত:
১৩ জুলাই ২০২০ ০৫:২৪

আপডেট:
১৩ জুলাই ২০২০ ০৫:৫৫

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে তার পছন্দের যায়গায় সমাহিত করতে প্রস্তুতি চলছে। রাজশাহী নগরের সিএন্ডবি মোড় থেকে দক্ষিণে কিছু দূর এগিয়ে সার্কিট হাউজের বিপরীত দিকের গোলিতে অবস্থিত খ্রীষ্টানদের গোরস্থান।

পুরো এলাকাটি স্তব্ধ। জনসমাগম নেই। গোরস্থানটির সবুজ গেট পার হতেই বামে বিশাল আকারের একটা ক্রিসমাস গাছের ছায়াতলের জাগাটিই সমাহিত হবার জন্য সুর সম্রাটের পছন্দ করে যাওয়া স্থান। আর সেই স্থানটির চতুর দিক পরিস্কার করা হচ্ছে।

গোরস্থারটির দায়িত্বে থাকা রূপক নামের এক যুবক জানান, এন্ড্রু কিশোর দাদা এই জায়গাটি পছন্দ করে গেছেন। সেজন্য এখানেই কবর প্রস্তুত করা হচ্ছে।

কথা বলতেবলতে গোরস্থানের উত্তরে কিছু দূর এগিয়ে যেতেই চারটি সমাধি দেখিয়ে রূপক জানালো সেখানে সূর সম্রাট এন্ড্রু কিশোরের মা, বাবা, বড় ভাই ও বড় বাইয়ের সন্তান সমাহিত আছেন।

সম্রাট আসছেন তাই গোরস্থানে গজিয়ে ওঠা বহু দিনের আগাছাগুলো পরিস্কার করা হচ্ছে। গোরস্থানকে সাজান হচ্ছে নতুন সাজে।

 

 

আরপি / এমবি-৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top