রাজশাহীর দুই ল্যাবে ১১৮ জন শনাক্ত, মোট আক্রান্ত ১৬৮৫

একদিনে রাজশাহীতে নতুন করো আরো ১১৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। রোববার (১২ জুলাই) রাজশাহীর দুই ল্যাবে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত করা হয়। এর মধ্যে ৮৪ জনই রাজশাহীর বাসিন্দা। এ নিয়ে রাজশাহীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৮৫ জন।
আক্রান্ত অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২১ এবং নাটোরের ১২ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রোববার তাদের ল্যাবে ৮৮টি নমুনার রিপোর্ট আসে। এর মধ্যে ৩৬ জনের করোনা পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে পাঁচজন হাসপাতালের চিকিৎসক, চারজন ভর্তিকৃত রোগী, দুইজন র্যাব-৫ এর সদস্য, দুইজন স্বাস্থ্যকর্মী এবং ১৯ জন রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
এর আগে সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের ল্যাবে ৮২ জনের করোনা শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে ৪৮ জনই রাজশাহীর বাসিন্দা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২১ এবং নাটোরের ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেক ল্যাবে শনাক্ত রাজশাহীর ৪৮ জনের মধ্যে ৩২ জনই আছেন নগরীতে। এদের মধ্যে ২৬ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তিনজন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। র্যাব-৫ এর সদস্য দুইজন।
এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রাজশাহীর বাকি আক্রান্তদের মধ্যে পাঁচজনের বাড়ি গোদাগাড়ী, ১০ জনের বাড়ি পবা এবং একজনের বাড়ি তানোর।
এদিকে, একদিনে নতুন করে ৮৪ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৮৫ জনে দাঁড়াল। এর মধ্যে ১ হাজার ২৬৬ জনই নগরীর বাসিন্দা। এ পর্যন্ত করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২১ জন।
আরপি / এমবি-১
আপনার মূল্যবান মতামত দিন: