বাঘায় কৃষকদের মাঝে বীজ বিতরণ
                                রাজশাহীর বাঘায় পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসুচীর আওতায় দরিদ্র বিমোচনের লক্ষে সুফল ভোগীদের মাঝে বিনা মুল্যে মাস কালাই এর বীজ বিতরণ করা হয়েছে। রোববার(৬ সেপ্টেম্বর) উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিঘা প্রতি ৪ কেজি হারে ৪০ জন কৃষকের মাঝে এই বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু বলেন, বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আপনারা যারা আজকে বীজ পেলেন তারা এর সুষ্ট ব্যবহার করবেন। বিনামুল্যে পাওয়ার জন্য এর অপব্যবহার বা অবহেলা করবেন না। মনে রাখবেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই স্লোগান আমার নয়, এই স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান ও পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগণ।
আরপি/আআ

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: