রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে পদ্মায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:০৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:২৫

উদ্ধারকৃত দল। ছবি: সংগৃহীত

রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম বিবেক ঘোষ (১০)। সে মহানগরীর কাজিহাটা এলাকার সন্তোষ ঘোষের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিবেক নগরীর শ্রীরামপুর এলাকায় নদীতে সাঁতার কাটতে নামে। এ সময় গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে খবর দেন।

এরপর ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ডুবুরী আব্দুর রাজ্জাক ১০ মিনিট পর পানির তলদেশে বিবেককে খুঁজে পান। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

 

আরপি/আআ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top