রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

চারঘাটে কলার সাথে শত্রুতা!


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২০ ০১:২১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:২৬

কেটে ফেলা কলা। ছবি: প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার চন্দনশহর গ্রামের রতন আলী নামে এক কৃষকের ২ শতাধিক পরিপক্ক কলার কাঁদি কেটে দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

কলা বাগানের মালিক রতন আলী জানান, শনিবার দিবাগত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা আমার ১০ কাঠা জমির ২৪০টি গাছের কলার কাঁদি কেটে দিয়েছে। এতে আমার অনেক টাকা ক্ষতি হয়েছে। সারা বছর কষ্ট করে সেই ফসল ঘরে তোলার সময় যারা কাঁদি কেটে দিল তাদের শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি কামনা করি।

এ বিষয়ে স্থানীয় কৃষক আশরাফ আলী জানান, কারও সাথে যদি শত্রুতা থাকে তাহলে তার ক্ষতি করুক। ফসলের ক্ষতি করা কোন বিবেকবান মানুষের কাজ নয়। আমরা চাই অপরাধীকে শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হোক।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু বলেন, কলার কাঁদি কেটে ফেলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top