বাঘায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উৎযাপন
                                রাজশাহী বাঘায় জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কৃষিসহ সকল পর্যায়ে উৎপাদন বাড়াতে “জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উৎযাপন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিবসটি পালন করা হয়।
উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড: লায়েব উদ্দিন লাভলু।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামাল হোসেন, উপজেলা কৃবিবিদ আব্দুল্লাহ আল মামুন হাসান,বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক,ইমাম, কৃষক, সরকারি কর্মকর্তা ও সুধীজনসহ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা।
আরপি/এমএএইচ
বিষয়: বাঘা জাতীয় উৎপাদনশীলতা উৎযাপন

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: