রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

বাঘায় পূজায় সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২০ ০৩:৫৮

আপডেট:
৫ মে ২০২৫ ০১:৫৬

বস্ত্র বিতরণ। ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাঘায় দূর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৪অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার দিঘা ঠাকুর পাড়া দুর্গামন্দির চত্বরে এ আয়োজন করা হয়।

প্রভাষক শীতল কুমার কর্মকারের পরিচালনায় গোপাল চন্দ্র মজুমদার বিপ্লবের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব রথীন্দ্র নাখ দত্ত।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার,বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমার শফিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বাঘা শাখার সভাপতি সুজিত কুমার পান্ডে বাক ু উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মুজিবুর রহমান ,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব সাহা।

উপস্থিত ছিলেন,দিঘা হিন্দুপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রেমানন্দ কর্মকার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,শিক্ষক রতন কুমার,৪নং বাউসা ইউ,পি সদস্য শফিকুল ইসলাম,দিঘা ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলীসহ উপজেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুবিধাবঞ্চিতরা।

অনুষ্ঠান শেষে উপস্থিত একশত জন বিভিন্ন ধর্মের সুবিধাবঞ্চিত লোকদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top