দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
                                দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে শিউলী খাতুন (২০) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছে। সে উপজেলার ঝাঁলুকা গ্রামের জয়নাল হোসেনের স্ত্রী। শুক্রবার বেলা আড়াইটার দিকে পারিবারিক কলহের জেরধরে শিউলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানার পুলিশ গৃহবধুর নিজঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে পারিবারিক কলহের জেরধরে সে আত্মহত্যা করতে পারে। শুক্রবার বেলা ৩টার দিকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ময়নাতদন্তের তাঁর লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরপি/এসআর
বিষয়: দুর্গাপুর গলা্য় ফাঁস গৃহবধূ আত্মহত্যা

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: