রাজশাহী বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৭শে ভাদ্র ১৪৩২

শনিবার বিদ্যুৎ থাকবে না সমগ্র রাজশাহীতে


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২০ ০২:৪৫

আপডেট:
২১ নভেম্বর ২০২০ ০২:৫২

প্রতীকী ছবি

আগামীকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ থাকবে না রাজশাহীতে। সমগ্র রাজশাহীতে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ১২ টার পর পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু হবে।

লাইন এবং গ্রীডের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেক্ট্রিসিটি সা্প্লাই কোম্পানি (নেসকো) কর্তৃপক্ষ।

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ দিন বিদ্যুৎ নেই সিলেটে। তাই বিদ্যুৎ বিভাগ আগাম সতর্কতা হিসেবে প্রত্যেক লাইন এবং বিদ্যুৎ উপকেন্দ্রের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার নির্দেশ দিয়েছে। এই জন্য রাজশাহীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ১২টার পর পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু হবে বলে জানিয়েছে নেসকো কর্তৃপক্ষ।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top