রাজশাহী রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

প্রয়াত উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমানের মাগফেরাত কামনায় দোয়া


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২০ ০৩:৩৩

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৭:৩৩

প্রয়াত উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমানের মাগফেরাত কামনায় দোয়া

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক ও পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব নগরীর লক্ষীপুর মোড়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ এর আয়োজন করে।

দোয়া মাহফিলে স্মৃতিচারণ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ। আরোও স্মৃতিচারণ করেন জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিরাত উদ্দিন শাহীন। দোয়া পরিচালনা করেন রাজশাহী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাকছুদ উল্লাহ।

দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আতাউর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান আখতার, সাবেক উপ-দফতর সম্পাদক শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সহ-সভাপতি আরিফুল ইসলাম রাজা।

এছাড়াও, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুজ্জামান রফিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুদ্দীন মাজহেরী, জেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মো. আয়নুল হক ফারুকী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সবুর, জেলা ছাত্রলীগের নেতা মিজানুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন রুবেল, জেলা ছাত্রলীগ নেতা সাগরসহ নেতৃবৃন্দ।

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top