রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২০ ২১:৪৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৩৯

প্রতিকী ছবি

রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিভাগের বগুড়ায় মৃত্যু হয় তার। এ নিয়ে বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে ৩৪৬ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৫ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার বিভাগে নতুন ১০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৩৯ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮৮১ জন। এদের মধ্যে ২০ হাজার ৯১৯ জন সুস্থ হয়েছেন।

বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৬৮০ জন। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top