মোহনপুরে আকতার ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছি ইউপিতে অবস্থিত অরাজনৈতিক প্রতিষ্ঠান আনন্দের খবর তাদের রবে (আকতার) ফাউন্ডেশনের উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্ত গরিব অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার সময় উপজেলার বিদিরপুর আকতার ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আকতারুল ইসলাম খন্দকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ এর সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহিন সাগর, কমিউনিটি রির্সোস পার্সন আকতার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলামসহ অনান্য সদস্যবৃন্দ।
সংগঠন এলাকার শীতার্ত অসহায় লোকজনের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে। ভালো কাজে সবার কাছে সহযোগিতা কামনা করেছেন আকতার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আকতারুল ইসলাম খন্দকার। আগামীতে অসহায় মানুষদের মাঝে ফ্রী চিকিৎসার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।
আরপি/ এআর
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: