জেলা প্রশাসকের সাথে ‘ডিবিওয়াইও'র সৌজন্য সাক্ষাৎ
                                ‘ড্রীম বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন’ ডিবিওয়াইও এর পক্ষ থেকে আজ বুধবার দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনটির সদস্যবৃন্দ।
এসময় রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক বলেন, বর্তমান সমাজকে যুগোপযোগী ভাবনায়, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে এই সকল তরুণ প্রজন্মের তারুণ্যের সৃজনশীল সংগঠনের ভূমিকা অপরিসীম।
তিনি বলেন, এই ধারাবাহিকতায় ‘ড্রীম বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন’ ডিবিওয়াইও তরুণ প্রজন্মকে সৃজনশীল কার্যক্রম এ সংযুক্ত রাখবে। এছাড়াও তিনি শুরুতে ডিবিওয়াইও'র এমন সৃজনশীল কার্যক্রমকে স্বাগত জানান।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, ডিবিওয়াইও এর আহ্বায়ক শাহিনুর ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য সামিরা ইয়াসমিন, সদস্য তাহেরা সুলতানা, রবিউল ইসলাম, সঞ্জিত কুমার, শিবলী সাদিকসহ ডিবিওয়াইও এর সদস্যবৃন্দ।
আরপি/আআ

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: