রাজশাহী বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

নগরীর ৫ স্থানে নির্মাণ হবে কসাইখানা


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২১ ০২:৫৫

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ০৪:০০

নগরীতে কসাইখানা নির্মাণে রাসিকের মতনিমিয় সভা

নগরীতে কসাইখানা নির্মাণ বিষয়ে রাজশাহী গোস্ত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে মেয়র দপ্তরকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, নগরীর কাজলা, শালবাগান, লক্ষীপুর, কোর্টবাজার, সাহেববাজারে শিগগিরই নির্মাণ করা হবে কসাইখানা।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, শিক্ষা, স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ভ্যাটেরিনারী সার্জন ডা. ফরহাদ উদ্দিন, গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান, সাধারণ সম্পাদক মহসিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সাহেব বাজার কসাইখানা পরিদর্শন করেছেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও গোস্ত ব্যবসায়ীরা সমিতির নেতৃবৃন্দ।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top