রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

আরইউজে‘র নবনির্বাচিত সভাপতি রফিকুলকে রাসিক মেয়রের অভিনন্দন


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২১ ০০:৫৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:০৬

ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শনিবার এক অভিনন্দন বার্তায় নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন মেয়র।

অভিনন্দন বার্তায় মেয়র বলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম এবং কার্যনিবার্হী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন।

নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের ধারাকে সুসংহত করার পাশাপাশি রাজশাহীর সুনাম অক্ষুণ্ন রাখতে অবদান রাখবেন বলে আশা করি। আমি নতুন নেতৃত্বের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

 

আরপি / এমবি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top