রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৩৮


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৬:৫৬

প্রতীকি ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ৪ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ৭ জনকে আটক করে।

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ জামাল (৪৫) কে ৭ গ্রাম হেরোইন, আনারুল ইসলাম (৩৮) কে ৬ গ্রাম হেরোইন, তুহিন (৩৩) কে ৪ গ্রাম হেরোইন, সোহেল (৪৫) কে ৬০ গ্রাম হেরোইন, রাজপাড়া থানা পুলিশ স্বপন (২৭) কে ১১ গ্রাম হেরোইন, এন্তাজুল ইসলাম এন্তাজ (৩৬) কে ২০ গ্রাম গাঁজা, মতিহার থানা পুলিশ আখিরুল (৩৮) কে ৭ গ্রাম হেরোইন, কাটাখালী থানা পুলিশ সাদ্দাম আলী (২৩) কে ২৫ গ্রাম গাঁজা, বেলপুকুর থানা পুলিশ মনিরুল (৪০) কে ৮ গ্রাম হেরোইন, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ শরিফুল ইসলাম (৩০) কে ৭ গ্রাম হেরোইন, দামকুড়া থানা পুলিশ আয়নাল (৩২) কে ২০ লিটার চোলাই মদ, ও ডিবি পুলিশ রাকিব দেওয়ান (২২) কে ১০০ হেরোইনসহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরপি/ এসআই-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top