রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


আদমদীঘিতে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে খাবার ও বস্ত্র বিতরণ


প্রকাশিত:
৩১ মে ২০২১ ২১:৪৭

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:৫৭

ছবি: প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমান এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদল ও সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল, খাবার ও গরীব মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১২টায় উপজেলার মুরইল বাস ষ্ট্যান্ডে বিশাল আয়োজন করা হয়। দোয়া মাহফিল, খাবার বিতরন ও গরীব মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুল হক টিকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুলতান মাহমুদ চঞ্চল, শহিদুল ইসলাম, আব্দুল মজিদ, সাইদুল ইসলাম চাঁন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, সিহাব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, সুরুজ দেওয়ান, যুগ্ম আহবায়ক সোহাগ মন্ডল প্রমুখ।

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি গরীব মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।

আরপি/ এস



আপনার মূল্যবান মতামত দিন:

Top